বক্সগঞ্জ ইউনিয়নের ইতিহাসঃ
বক্সগঞ্জ বাজার টি আনুমানিক ১৭৫০ সালে তৎকালীন বিখ্যাত জায়গীরদার, বারো ভূঁইয়া উপবংশের সদস্য জায়গীরদার বক্স আলী ভূঁইয়ার নামানুসারে প্রতিষ্ঠিত হয়। এই স্থানটি হোমনাবাদ পরগণার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ছিলো। ইতিপূর্বে এটি সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের অংশ ছিলো। যা ছিলো চৌদ্দগ্রাম থানার অধীনস্থ। সাতবাড়ীয়া ইউনিয়ন বোর্ড ১৯১৯ সালে গঠিত হয়। প্রথম প্রেসিডেন্ট ছিলেন অষ্টগ্রাম মানিগংগা নিবাসী তৎকালীন তালুকদার জনাব মনোহর আলী ভূঁইয়া। যিনি সকলের কাছে চৌধরী মিঞা নামে পরিচিত ছিলেন। তারপর মোবারক উল্ল্যাহ ভূঁইয়া, আতু মিয়া মাষ্টার, মফিজুর রহমান সাহেব এই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। উল্লেখ যে, স্বাধীনতা পরবর্তী সময়ে বক্সগঞ্জ বাজার সহ আশেপাশের কয়েকটি গ্রাম নিয়ে এটি সাতবাড়ীয়া ইউনিয়ন থেকে বিভক্ত হয়ে একটি স্বাধীন ইউনিয়ন হিসেবে আত্ম প্রকাশ করে। মূলত বক্সগঞ্জ ইউনিয়নটি বক্সগঞ্জ বাজারের নামেই প্রতিষ্ঠা লাভ করেছে। যার প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মরহুম নজির আহমেদ ভূঁইয়া। তাছাড়া, জনাব মাষ্টার আলী আক্কাস, আবুল হাসেম ভূঁইয়া, গোলাম রসুল, অহিদুর রহমান এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS